আর মাত্র তিনটে দিনের অপেক্ষা, তারপরেই রঙের উৎসব দোল। এখন আমরা অনেক স্বাস্থ্য সচেতন। চুল বা ত্বকের ক্ষতি এড়িয়েই চাই রঙিন হতে। এ জন্য এখন আমাদের ঝোঁক ভেষজ বা অরগ্যানিক রঙে
রং রেসিপি
প্রীতিময় রায়বর্মন
বাজার থেকে ভেষজ রং বা আবির কেনার পর মনে একটা দ্বন্দ্ব কাজ করে— সত্যিই ভেষজ রং–ই কিনলাম তো? সেই দ্বিধা, দ্বন্দ্ব দূর করুন খুব সহজেই। আপনার হাতের কাছেই এমন কিছু জিনিস রয়েছে, আপনি চাইলেই সেগুলো দিয়ে নিমেষে বানিয়ে ফেলতে পারেন আবির বা জল রং।
প্রয়োজনীয় সমগ্রী
রান্নাঘর থেকে নিন আটা বা ময়দা, বেসন আর হলুদ গুঁড়ো। রঙের বেস যেহেতু আটা বা ময়দা আর বেসন; তাই এগুলো পরিমাণে একটু বেশিই লাগে। সংগ্রহ করুন শুকনো জবা, পলাশ, গাঁদা ও অপরাজিতা ফুল। দরকার হেনা, আমলকী পাউডার। কিনে নিন লাল চন্দন গুঁড়ো। সবজির মধ্যে লাগবে বিট আর পালংশাক। বেন্ডারে গুঁড়ো করে নিতে হবে আবির তৈরির জন্য সংগ্রহ করা ফুলের শুকনো পাপড়িগুলো। আর কিছুটা পাপড়ি রেখে দেবো জল রং তৈরির জন্য। যেটা জলে ফোটাতে হবে।
শুকনো রং বা আবির তৈরি
লাল: লাল চন্দনের গুঁড়ো আর ময়দা মেশাতে হবে সমপরিমাণে অর্থাৎ ১:১ অনুপাতে। চাইলে ময়দার সঙ্গে জবা বা পলাশের গুঁড়ো একই অনুপাতে মিশিয়ে লাল রং তৈরি করতে পারেন।
হলুদ: ২:১ অনুপাতে বেসন আর হলুদ গুঁড়ো মেশালেই রেডি হলুদ আবির।
সবুজ: মেহেন্দির পাতা আর ময়দা মেশাতে হবে ১:১ অনুপাতে।
নীল: অপরাজিতা ফুলের পাপড়ির গুঁড়োর সঙ্গে ১:১ অনুপাতে ময়দা মেশালেই প্রস্তুত নীল রং।
খয়েরি: দরকার আমলকী, হেনার পাউডার আর হলুদগুঁড়ো। সবগুলোই মেশাতে হবে সমপরিমাণে।
জল রং তৈরি
লাল: ছোট ছোট টুকরো করে কেটে নিন বিট। তারপর সেদ্ধ করলেই রেডি লাল রং। এ ছাড়া বেদানার রসে জল মিশিয়ে ফুটিয়েও লাল রং তৈরি করা যায়। পলাশ বা জবা ফুল জলে ফোটালেও লাল রং তৈরি হবে।
হলুদ: কাঁচা হলুদ জলে ফুটিয়ে সুন্দর হলুদ রং তৈরি করা সম্ভব। চাইলে গাঁদা ফুল ভালো করে জলে ফুটিয়ে জলের রং হলুদ হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে নিলেই হলুদ রং রেডি।
সবুজ: পালং শাক কুচিয়ে জলে ফোটান। যেমন শেড চাইছেন তেমন শেড এসে গেলে নামিয়ে রাখুন। ঠান্ডা হলে ছেঁকে নিন।
কমলা: মেহেন্দি গুঁড়ো বা পাতা জলে ফোটালেই কিছুক্ষণের মধ্যেই জল কমলা হতে শুরু করবে। পছন্দের রং চলে এলে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিলেই প্রস্তুত কমলা রং।
আবির বা জল রং-কে সুগন্ধি করতে
খুবই সহজ উপায়। আবির বা জল রং-কে সুগন্ধি করতে প্রিয় গন্ধের এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা আবির বা জল রঙে মেশান।
সব ছবি: আন্তর্জাল
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Comments