অক্সফোর্ডের গবেষণা
হার্ট অ্যাটাকের পূর্বাভাস দেবে এআই
প্রীতিময় রায়বর্মন
চিকিৎসা জগতে যে বিপ্লব ঘটাতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা তারই এক ইঙ্গিত মিলল অক্সফোর্ডের সাম্প্রতিক গবেষণায়। ইতিবাচকের পাশাপাশি অনেক নেতিবাচক দিক থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে চিকিৎসায় এক নতুন দিক উন্মোচিত হচ্ছে।
ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারালাম্বোস আন্তোনিয়াদসের নেতৃত্বে হওয়া এক গবেষণায় দেখা যাচ্ছে, কোনও ব্যক্তি ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা হৃদ্রোগে আক্রান্ত হবেন কি না, তা আগাম জানিয়ে দেবে এআই। অন্তত ১০ বছর আগেই মিলতে পারে সেই পূর্বাভাস।
ব্রিটেনের ৮টি হাসপাতালে প্রায় ৪০ হাজার মানুষের উপর চালানো হয় গবেষণা। গবেষক দলটি প্রায় তিন বছর ধরে তাঁদের শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। গবেষকেরা দেখেন, যাঁদের হার্টের রক্তসঞ্চালক ধমনী সরু তাঁরা, যাঁদের এমন সমস্যা নেই তাঁদের তুলনায় অন্তত দ্বিগুণ বেশি হার্ট অ্যাটাক ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের সহায়তায় হওয়া এই গবেষণায় গবেষকরা একটি নতুন এআই টুল ব্যবহার করেন। যার মাধ্যমে তাঁরা একজন মানুষের হার্টের রক্তসঞ্চালক ধমনীতে বা তার চারপাশে কতটা চর্বি জমেছে, হার্টের অবস্থা কেমন, কোনও পরিবর্তন হচ্ছে কিনা ইত্যাদি তথ্য পান। একই সঙ্গে ধমনী কতটা সঙ্কুচিত হয়েছে বা হচ্ছে, তাও জানা যায়। আর এইসব তথ্য বিশ্লেষণ করেই মেলে হার্ট অ্যাটাকের পূর্বাভাস।
অনেক মানুষই আছেন, যাঁরা মাঝেমধ্যেই বুকের ব্যথায় ভোগেন। এবার এআই টুলের মাধ্যমে জানা যাবে তাঁরা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন কি না। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আগে থেকেই হার্ট অ্যাটাকের পূর্বাভাস দিতে পারে এবং সেই অনুযায়ী যদি চিকিৎসা করা যায়, তাহলে বাঁচবে বহু প্রাণ।
সব ছবি: আন্তর্জাল
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Comments