অপরাধহীন এক শহর, পুলিশ মাত্র একজন! তিনিও দৃষ্টিহীন!
পুলিশ মাত্র একজন। গোটা একটা শহরের দায়িত্বে! চোখে দেখেন না। তার পরেও সেখানে নেই কোনও অপরাধ! ‘ক্রাইম–ফ্রি’ শহর। দক্ষিণ–পশ্চিম চীনের শহর লানবা। শহরের নিরাপত্তার দায়িত্বে দৃষ্টিহীন প্যান ইয়ং। সি চং পুলিশ স্টেশনের একমাত্র পুলিশ অফিসার। ২০০২ সালে গ্লুকোমায় হারান দৃষ্টিশক্তি। তা সত্ত্বেও হারাতে হয়নি কাজ। কারণ কাজের প্রতি নিষ্ঠা, ভালোবাসা...Read More