মূর্তিগুলিতে যেন রয়েছে প্রাণের ছোঁয়া
খাজুরাহোতে পৌঁছানোর পর মনে হল যেন টাইম মেশিনে চড়ে ইতিহাসের বইয়ের পাতায় পড়া সেই চান্দেলদের রাজত্বে ফিরে গেলাম। ৯৫০ থেকে ১০৫০ খ্রিস্টাব্দের মধ্যে চান্দেল রাজত্বে খাজুরাহোতে শিল্পের মনোমুগ্ধ অলঙ্করণে ভরা মন্দিরগুলি তৈরি হয়। পূর্ব, পশ্চিম ও দক্ষিণ এই তিনভাগে চান্দেল রাজপুত রাজ চন্দ্রবর্মনের আমলে শুরু হওয়া মন্দিরের সংখ্যা ছিল ৮৫টি।...Read More