জিম আরিংটন: বিশ্বের সবচেয়ে প্রবীণ বডিবিল্ডার
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জিম আরিংটন। বয়স ছুঁয়েছে ৯০। এখনও অংশ নিচ্ছেন বডিবিল্ডিং প্রতিযোগিতায়। শুধু অংশ নেওয়াই নয়, জিতছেনও। এই মুহূর্তে তিনি বিশ্বের সবচেয়ে প্রবীণ বডিবিল্ডার। ২০১৫ সালেই বিশ্বের সবচেয়ে প্রবীণ বডিবিল্ডার হিসেবে নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। তখন তাঁর বয়স ছিল ৮৩ বছর। বয়সের কাছে কখনোই নতিস্বীকার করেননি আরিংটন।...Read More