মনের জোর আর ইচ্ছাশক্তির কাছে বয়স হেরে ভূত। মনের জোরই যে আসল শক্তি প্রমাণ করলেন হরিয়ানার কাদমা গ্রামের ‘‌সুপার দাদি’‌ রামবাঈ


১০৬ বছর বয়সে
দৌড়ে জিতছেন সোনা!‌
প্রীতিময় রায়বর্মন

১০৬ বছর বয়সে বুড়ো হাড়ের ভেল্কি দেখাচ্ছেন রামবাঈ। দিব্যি দৌড়াচ্ছেন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন রানিং ট্র্যাকে। তাঁর থেকে ২০ বছরের ছোটদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, জিতছেন পদকও!‌ সম্প্রতি দেরাদুনে আয়োজিত ১৮তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চমকে দিলেন সবাই। ৮৫ বছর ঊর্ধ্ব বিভাগে তিনটি আলাদা আলাদা প্রতিযোগিতায় অংশ নেন রামবাঈ। তিনটিতেই সোনা জেতেন এই তিনি। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ের পাশাপাশি শটপাটেও জেতেন সোনা। ৮০০–র বেশি অ্যাথলিট অংশ নিয়েছিল এই প্রতিযোগিতার আসরে।

১৯১৭ সালে হরিয়ানার চরখি দাদরি গ্রামে জন্ম রামবাঈয়ের। বিয়ের পর অন্য আর পাঁচজন গৃহবধূদের মতোই ছিল তাঁর জীবন। বাড়ির দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি জমির কাজও করতেন তিনি। আর কম বয়স থেকে এই কায়িক পরিশ্রমই আজ তাঁকে সুস্থ–সবল থাকতে অনেকটাই সাহায্য করছে।  

এই মুহূর্তে কাদমা গ্রামের সবচেয়ে প্রবীণ মহিলা রামবাঈয়ের এই দৌড়বিদ হওয়ার পেছনে রয়েছে একজনের অনুপ্রেরণা। তিনি হলেন পাঞ্জাবের মান কৌর। ২০১৬ সালে ১০০ বছর বয়সে কানাডার ভ্যাঙ্কুভারে এক প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন তিনি। নাতনি শর্মিলা সাওয়ানের কাছে মান কৌরের এই সাফল্যের কথা শুনে রামবাঈ ঠিক করেন তিনিও দৌড়বেন মান কৌরের মতন।

শুধুমাত্র ভাবনাতেই থেমে থাকেননি তিনি। নেমে পড়েন অ্যাথলেটিক্সের ট্র‌্যাকে। শুরু হয় নিজেকে তৈরি করার প্রস্তুতি। দু’বছর আগে ১০৪ বছর বয়স থেকে শুরু করেন দেশ–বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে। গড়েন একের পর এক নজির। ৮৫ বছর ঊর্ধ্ব বয়সীদের মধ্যে সবচেয়ে কম সময়ে (‌৪৫.৫০ সেকেন্ড)‌ শেষ করেন ১০০ মিটার দৌড়। বিশ্বরেকর্ড গড়ার পর তরতরিয়ে ছুটতে থাকে ‘‌সুপার দাদি’‌–র সাফল্য। দু’‌বছরে তাঁর ঝুলিতে ২০০টি পদক। 

এখনও নিজের সব কাজ নিজেই করেন রামবাঈ। দেরাদূনে প্রতিযোগিতা জেতার পর পোডিয়াম থেকে পদক নিয়ে নামার সময় নাতনি শর্মিলা যখন সাহায্য করতে এগিয়ে আসেন, তখন নাতনিকে তিনি বলেন, ‘‌আমি ঠিক আছি। আমাকে সাহায্য করতে হবে না। যাদের দরকার করো।’‌ প্রতিদিন নিয়ম করে ৫ থেকে ৬ কিমি দৌড়ান। ডায়েটে থাকে চুরমা, দই আর দুধ। রোজ ২৫০ গ্রাম ঘি–এ রুটি মাখিয়ে চুরমা দিয়ে খান। আর দই খান ৫০০ গ্রাম।
ভালো থাকুন রামবাঈ। 

সব ছবি:‌ আন্তর্জাল‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *