থার্ড ওয়েভ
মোকাবিলা কীভাবে?
ডাঃ প্রভাত ভট্টাচার্য
বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ
এখন আমাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে কতগুলো প্রশ্ন। যেমন— কত ভয়ানক হবে থার্ড ওয়েভ? শোনা যাচ্ছে এই থার্ড ওয়েভের প্রকোপ নাকি আরও বেশি হবে? ডেল্টা ভাইরাসের মিউটেশনের পরের চেহারা কি আরও ভয়ঙ্কর হবে? আরও মারণক্ষমতা নিয়ে সে আক্রমণ করবে? শিশুরা কি বেশি আক্রান্ত হবে? চলুন আজ জেনে নিই এইসব প্রশ্নের উত্তরে চিকিৎসাবিজ্ঞান কী বলছে
বিজ্ঞানীদের গবেষণা বলছে এতকিছু না–ও হতে পারে। হয়ত ক্রমবর্ধমান ইমিউনিটির জোরে এই আক্রমণের ধাক্কা অনেকটাই কাটিয়ে ওঠা যেতে পারে। সংক্রমণের ফলে এবং ভ্যাকসিন দেওয়ার পর অর্জিত ইমিউনিটি অনেকটাই কাজে লাগতে পারে। কিন্তু আমাদের তো তৈরি থাকতে হবে এর মোকাবিলার জন্য। তার জন্য আমাদের কিছু বিশেষ পদক্ষেপ দরকার—
১) করোনা চিকিৎসাকেন্দ্রগুলিকে পুরোমাত্রায় তৈরি রাখা। সব রকম চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখা এবং যথাযথ সংখ্যায় চিকিৎসক ও চিকিৎসাকর্মীর ব্যবস্থা রাখা। করোনা চিকিৎসাকেন্দ্রের সংখ্যা প্রয়োজনে বাড়ানো দরকার।
২) অক্সিজেনের যোগান ঠিকঠাক রাখতে হবে। এবারের মতো যেন অক্সিজেনের অভাব–জনিত সমস্যা না দেখা দেয়।
৩) শিশুদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। বেশি সংখ্যায় শিশুদের আক্রান্ত হবার সম্ভাবনা দেখা দিতে পারে। কারণ শিশুদের ভ্যাকসিনেশনের সুরক্ষাবলয় নেই। বিশেষত আমাদের দেশে। আমেরিকায় ১২–১৫ বছরের শিশুদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
৪) ভ্যাকসিনেশনের মাত্রা বাড়ানো। যত বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে, ততই বাড়বে ইমিউনিটি এবং বাড়বে ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা। ভাইরাসের রূপ নতুন রকমের হলেও তার বিরুদ্ধে কিছুটা সুরক্ষা তো থাকবেই। এতে রোগের প্রকোপও অনেক কম হবে।
৫) সঠিকভাবে মাস্ক ব্যবহার করা, শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত–মুখ ধোয়া, জিনিসপত্র স্যানিটাইজ করা, ভিড় না করা— এইসব কঠোরভাবে মানতেই হবে। আমাদের সতর্ক থাকতে হবে।
এইভাবেই আমরা পারবো থার্ড ওয়েভের মোকাবিলা করতে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আতঙ্কে নয়, সতর্ক থাকুন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Comments
কোভিড-১৯ এর ৩য় ঢেউ মোকাবেলায় নির্দেশিত ৫টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতার সাথে অবশ্যই পালন করতে হবে। ডাঃ প্রভাত ভট্টাচার্য কে আন্তরিক ধন্যবাদ।
- Probokta Shadhu
Mon, Jul 12, 2021 10:02 PM