সাহিত্যাকাশে এক উজ্জ্বল নীহারিকা
উনিশ শতকে মহাকাব্য এবং আখ্যানকাব্যের উদ্দাম স্রোতের অন্তরালে গীতিকবিতার নিঃশব্দ ফল্গুধারা প্রবহমান ছিল। মহাকাব্য এবং আখ্যানকাব্য রচয়িতারাই সাদরে এই ফল্গুধারাকে হৃদয়ঙ্গম করেছিলেন। বিহারীলাল চক্রবর্তী এই গীতিকবিতার ধারক ও বাহক হলেও পরবর্তীকালে তাঁর পথ অনুসরণ করে অনেকেই আত্মপ্রকাশ করেছিলেন। পুরুষ- কবিদের পাশাপাশি উনিশ শতকের মাঝামাঝি এক ঝাঁক মহিলা-কবিদের কুণ্ঠিত আত্মপ্রকাশ ঘটে...Read More