স্মরণে হেমন্ত
১৯২০ সালের ১৬ জুন এই কিংবদন্তির জন্ম হয় বারাণসীতে তাঁর মামাবাড়িতে, বাবা কালীদাস মুখোপাধ্যায় ও মা শ্রীমতী কিরণ বালা দেবী। তবে কয়েক বছর পর পরিবারের সঙ্গে কলকাতায় চলে আসেন হেমন্ত এবং এখানেই তাঁর বড়ো হয়ে ওঠা। নাসিরউদ্দিন স্কুলে শিক্ষাজীবন শুরু হয় তাঁর এবং পরবর্তীতে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে পড়ালেখা করেন হেমন্ত।...Read More