মহিষাসুরমর্দিনী ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
আকাশবাণীর জনপ্রিয় প্রভাতী অনুষ্ঠান 'মহিষাসুরমর্দিনী'র নায়ক শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়। তার যাদুকন্ঠের জোরে অভাবনীয় জনপ্রিয়তার প্লাবনে ভেসে যায় এই অনুষ্ঠান। অবালবৃদ্ধবনিতার কাছে যা পরিচিতি পায় মহালয়া নামে। দেবীপক্ষের শুরুতেই কাকভোরে উদাত্ত কন্ঠে চণ্ডীপাঠ শুনবেন বলে বোধ করি দেবতারাও রাত পোয়ানোর অপেক্ষায় থাকেন। আজকের এই প্রতিবেদন সেই অসাধারণ শিল্পীর প্রতি এক...Read More