ভারতীয় গণতন্ত্রের নায়ক— এক বাঙালি
১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশবিভাগের ক্ষত নিয়েই স্বাধীনতা পেল ভারত। তারপর কিছুদিন ধরে চলে ভাগ বাটোয়ারার পালা অর্থাৎ দু’দেশের জাতির জনকের মধ্যে এলাকা নিয়ে টানা হ্যাঁচড়া। অচিরেই রঙ্গমঞ্চে প্রবেশ নরমপন্থী ও চরমপন্থী দুই মহারথীর অর্থাৎ নেহরু ও বল্লভভাই প্যাটেলের। শেষমেশ সব কাজ মিটিয়ে দু’পক্ষকেই বুঝিয়ে-সুঝিয়ে, ২৬ জানুয়ারি ১৯৫০ সালে দেশবাসীর...Read More